বনসাই কি? ( What is Bonsai ? )

বন অর্থ থালা জাতীয় অগভীর পাত্র এবং সাই অর্থ গাছ অর্থাৎ বনসাই অর্থ একটি সামঞ্জস্যপূর্ণ থালা জাতীয় অগভীর পাত্রে শক্ত কাণ্ড বিশিষ্ট গাছ। যা অন্যান্য গাছের তুলনায় নান্দনিকভাবে ছোট আকৃতির হয়ে থাকে।

অন্যভাবে বলতে গেলে বনসাই গাছ বলতে পাত্রের ছোট আকৃতির গাছ কে বোঝায় আর এই বনসাইকে বলা হয় একমাত্র লিভিং আর্ট বা জীবন্ত শিল্প। কারণ এখানে গাছটাকে সুন্দর করে কেটে কেটে একটা পরিপাটি হিসেবে এনে তারপরে একে নান্দনিক করা হয়।

বনসাই গাছের উৎপত্তি ও বিস্তৃতি

নামের উৎস দেখে যদি আপনি এতক্ষণে এটা ভেবে থাকেন যে বনসাই এর উৎপত্তি স্থান জাপান তাহলে আপনার ভাবনা ভুল। বনসাই একটি প্রাচীন চীনা শিল্প। প্রায় ২০০০ বছরেরও বেশি সময় আগে চৈনিক পেনজিং অনুশীলন থেকে বনসাই শিল্পের উদ্ভব হয়। পরবর্তীতে জাপানি জেন বুদ্ধ গোষ্টি একে আরো উন্নত করে। ফুল আর উদ্যান প্রেমী চীনাদের উদ্ভাবিত বনসাই শিল্প নিয়ে রয়েছে নানা গল্প-কাহিনী। পূর্বে চীনের তাও ধর্মাবলম্বীরা বিশ্বাস করতো মানুষের হাতে বৃহৎ গাছের ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করা গেলে তাতে অতিপ্রাকৃতিক শক্তি এসে ধরা দিবে। এই ধারণা থেকেই আসে পেনজাই বা পোনজাই শিল্প। বনসাই তৈরি করতে গিয়ে গাছগুলোর উপর রীতিমতো চলতো পর্যায়ক্রমিক অস্ত্রপ্রচার। গাছগুলোকে তারা এমনভাবে বাঁধতেন এবং ছাটাই করতেন যাতে করে এদের চামড়া আর প্যাচানো শেকড় দেখে মনে হয় অশীতিপর বামুন বৃদ্ধের কুচকে যাওয়া শরীর।

বনসাই

চীনদেশের পৌরাণিক ড্রাগন, সাপ ও অন্যান্য জীবের সাথে মিল রেখে তাও ধর্মের লোকেরা ইচ্ছা করেই গাছের এমন অদ্ভুত গঠনে মনোযোগ দিতেন বলে অনেকের ধারণা। আবার অনেকে মনে করেন বনসাইয়ের এমন মোচড়ানো শরীর আসলে ইয়োগা বা যোগব্যায়ামের বিভিন্ন কসরতের সঙ্গে মিলিয়ে বানানো হয়েছে। চীনদেশেই যে বনসাই শিল্পের বীজ বপন হয় তার একটি চমৎকার প্রমাণ পাওয়া যায় ক্রাউন প্রিন্স ঝাং হুই এর সমাধিতে অলংকৃত একটি চিত্র হতে যাতে দেখা যায় মন্দিরের নারীসেবিকারা ছোট ট্রেতে করে গাছ, পাথর আর মাটি সম্বলিত পেনজাই হাতে দাঁড়িয়ে আছে। তাছাড়াও মিনিয়েচার বা বড় জিনিসের ছোট প্রতিকৃতি তৈরির প্রতি চীনাদের যে ঝোঁক তাতে বনসাই গাছের উদ্ভাবক হিসেবে তাদের নামই যুৎসই

বনসাই গাছের চীন থেকে জাপানে যাত্রা মূলত ধর্মীয় কারণে। আজ থেকে প্রায় ১২০০ বছর পূর্বে হান রাজবংশের শাসনামলে চীনা সন্ন্যাসী এবং ভিক্ষুরা জাপানে পাড়ি জমান। সেসময় সাথে করে উপহার হিসেবে তারা ছোট ছোট বনসাই গাছ নিয়ে যান, কেননা বনসাই ছিল তাদের কাছে এক পবিত্র উপহার এবং উপহার হিসেবে তারা জাপানের সন্ন্যাসীদের দেন। আগে থেকেই চীনাদের গুণমুগ্ধ জাপানিরা এবার মুগ্ধ হয়ে যান বনসাই গাছের সৌন্দর্যে এবং তারা দ্রুত বনসাই বানানোর কৌশল রপ্ত করে ফেলে। মধ্যযুগের দিকে সাধারণ মানুষের মধ্যে বনসাই বেশ জনপ্রিয় হয়ে উঠে ফলে রাতারাতি বনসাই শিল্পীদের ক্বদর বেড়ে যায়। অনেকে নিজেই বনসাই বানায় আবার অনেকে নিজের সংগ্রহে থাকা বনসাই দিয়েই আয়োজন করে প্রদর্শনীর। বনসাই নিয়ে জাপানে নানা লোকগাথা প্রচলিত আছে। তেমনি একটি গল্প এক সামুরাই যোদ্ধাকে নিয়ে, যে তার সংগ্রহের শেষ তিনটি বনসাই গাছকে পুড়িয়ে ফেলে একজন শীতগ্রস্থ ভিক্ষুকে একটু উষ্ণতা দেবার জন্যে। এই লোকগাথাটি নিয়ে পরবর্তীতে থিয়েটারে উপস্থাপন করা হয় এমনকি চিত্রিতও করা হয়।গাছের খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। চীনাদের কাছে আয়ত্ত করা বনসাই শিল্পকে জাপানীরা আরো উন্নত পর্যায়ে নিয়ে যায়। ফলে ব্যবসার উদ্দ্যেশে আসা বিভিন্ন দেশের বণিকরা বনসাই এর নান্দনিকতায় অভিভূত হয়ে পড়েন। জাপানিরা বনসাই এর প্রদর্শনী ও বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করলে লন্ডন আর ভিয়েনার মতো বড় বড় শহরগুলোতে এটি নিয়ে বেশ হৈ চৈ পড়ে যায়। ১৮০৬ সালের দিকে ইংল্যান্ডের রানী শার্লটে-কে উপহার হিসেবে একটি সুন্দর বনসাই উপহার দেয় জাপান। এভাবে ধীরে ধীরে দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ে বনসাই এর রূপের ছটাক।


বনসাই এর উপযুক্ত গাছ

যে সকল গাছের বৃদ্ধি ধীরে ধীরে হয়। গাছের কাণ্ড মোটা হয়। বছরে একবার পাতা ঝরে। গাছের বয়স হলে গাছের ছাল মোটা হয়। গাছের ঝুরি নামে এমন গাছ, শিকড় কেটে দিলে ঝুরি গাছের শিকড়ের কাজ করে। গাছ অনেকদিন সতেজ থাকে এবং গাছের বয়স অনুযায়ী বেঁচে থাকে। যেখানে বা যেদেশে বনসাই করা হবে সে স্থানের আবহাওয়া উপযোগী হতে হয়।

বাংলাদেশে বনসাই করা যেতে পারে এমন গাছগুলো হল:

  • ➡️বট
  • ➡️বকুল
  • ➡️শিমুল
  • ➡️তেতুল
  • ➡️শিরিষ
  • ➡️বাবলা
  • ➡️পলাশ
  • ➡️বিলাতি বেল
  • ➡️ছাতিম
  • ➡️হিজল
  • ➡️জাম
  • ➡️নিম
  • ➡️বেলি
  • ➡️গাব
  • ➡️শেফালী
  • ➡️পেয়ারা
  • ➡️হেওরা
  • ➡️ডালিম
  • ➡️তমাল
  • ➡️জাম্বুরা
  • ➡️কমলা
  • ➡️তুলসি
  • ➡️বহেরা
  • ➡️বর্ডার
  • ➡️কামিনী
  • ➡️মেহেদী
  • ➡️কড়ই
  • ➡️অর্জুন
  • ➡️জারুল
  • ➡️জুনিপার
  • ➡️নরশিংধ
  • ➡️করমচা
  • ➡️লুকলুকি
  • ➡️কদবেল
  • ➡️দেবদারু
  • ➡️সাইকেশ
  • ➡️হরিতকি
  • ➡️ কামরাঙা
  • ➡️আমলকি
  • ➡️নীল জবা
  • ➡️নীল জবা
  • ➡️লাল জবা
  • ➡️কুসুমফুল
  • ➡️এশফেরা
  • ➡️অশ্বথ বট
  • ➡️নুডা বট
  • ➡️পাকুর বট
  • ➡️কাঠলি বট
  • ➡️রঙ্গন ছোট
  • ➡️রঙ্গন বড়
  • ➡️নিম সুন্দরী
  • ➡️লাল গোলাপ
  • ➡️খই বাবলা
  • ➡️কনকচাঁপা
  • ➡️গোলাপজাম
  • ➡️সাদা নয়নতারা

1 thought on “বনসাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cart

Your Cart is Empty

Back To Shop